Thursday, October 18, 2018

Rock legend Ayub Bachchu Passes Away

Ayub Bachchu was a Bangladeshi musician. He was known as the founder member of the best rock band LRB. He was initially a member of the band's feelings, and later he joined the band Soul as a lead guitarist. He was one of the most influential figures of rock music in Bangladesh. He was born in Chittagong on August 16, 1962, and died on 18 October 2018 in Dhaka.

Lyrics: Haste Dekho Gaite Dekho 
Ayub Bachchu @AB
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখোর আমায় দেখ
দেখ না কেউ হাসির শেষে নীরবতা
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখোর আমায় দেখ
দেখ না কেউ হাসির শেষে নীরবতা
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে!

Ayub Bachchu @AB
আমার গানে একা নির্ঘুম অনেক প্রহর
আমায় ছেড়ে জোনাকি ছেড়ে নীরব শহর
ডাকার কথা জাদের ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মনের আঁচে
আমার মাঝে আমিই যেন শুধু লুকাই...
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে।

হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখোর আমায় দেখ
দেখ না কেউ হাসির শেষে নীরবতা
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখোর আমায় দেখ
দেখ না কেউ হাসির শেষে নীরবতা
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
হাঁ,,,,,,,,,
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে

Albums of Ayub Bachchu:
LRB (Double Album) – 1992
Sukh – 1993
Tobuo – 1994
Ghumonto Shohore – 1995
Ferrari Mon (LIVE UNPLUGGED – 1996)
Shopno – 1996
Amader Bismoy (Double Album) – 1998
Mon Chaile Mon Pabe – 2000
Ochena Jibon – 2003
Mone Ache Naki Nei – 2005
Sporsho – 2008
Juddho – 2012
Music groups: Love Rains Blind (since 1991), Souls (1978-1988)

No comments:

Post a Comment

After 12 Years | Bd Rockstar