Lyrics: Haste Dekho Gaite Dekho
Ayub Bachchu @AB
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখোর আমায় দেখ
দেখ না কেউ হাসির শেষে নীরবতা
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখোর আমায় দেখ
দেখ না কেউ হাসির শেষে নীরবতা
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে!
Ayub Bachchu @AB
আমার গানে একা নির্ঘুম অনেক প্রহর
আমায় ছেড়ে জোনাকি ছেড়ে নীরব শহর
ডাকার কথা জাদের ডাকেনি কেউ কাছে
নিঃসঙ্গ এই আমি পুড়েছি মনের আঁচে
আমার মাঝে আমিই যেন শুধু লুকাই...
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে।
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখোর আমায় দেখ
দেখ না কেউ হাসির শেষে নীরবতা
হাসতে দেখ গাইতে দেখ
অনেক কথায় মুখোর আমায় দেখ
দেখ না কেউ হাসির শেষে নীরবতা
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
হাঁ,,,,,,,,,
বোঝে না কেউ তো চিনলো না
বোঝে না আমার কি ব্যাথা
চেনার মত কেউ চিনলো না
এই আমাকে
Albums of Ayub Bachchu:
LRB (Double Album) – 1992
Sukh – 1993
Tobuo – 1994
Ghumonto Shohore – 1995
Ferrari Mon (LIVE UNPLUGGED – 1996)
Shopno – 1996
Amader Bismoy (Double Album) – 1998
Mon Chaile Mon Pabe – 2000
Ochena Jibon – 2003
Mone Ache Naki Nei – 2005
Sporsho – 2008
Juddho – 2012
LRB (Double Album) – 1992
Sukh – 1993
Tobuo – 1994
Ghumonto Shohore – 1995
Ferrari Mon (LIVE UNPLUGGED – 1996)
Shopno – 1996
Amader Bismoy (Double Album) – 1998
Mon Chaile Mon Pabe – 2000
Ochena Jibon – 2003
Mone Ache Naki Nei – 2005
Sporsho – 2008
Juddho – 2012
Music groups: Love Rains Blind (since 1991), Souls (1978-1988)
No comments:
Post a Comment